ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত

ক্রাইম দর্পন ক্রাইম দর্পন ক্রাইম দর্পন crime crimedorpon crimenews crimedorpon.com

ভারতের ছত্রিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত হয়েছে। সেখানকার একটি জঙ্গলে শুক্রবার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স গতকাল মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। আর আজ বেলা সাড়ে ১২টার দিকে মাওবাদী যোদ্ধাদের সঙ্গে সম্মুখ গোলাগুলি শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই গোলাগুলি চলছিল।

একটি সূত্র জানিয়েছে, অভিযানে বেশ কয়েকটি অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একে সিরিজের রাইফেলও আছে।

মাওবাদীদের জড়ো হওয়ার গোপন খবর জানতে পেয়ে গতকাল গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এরপর তারা যৌথ অভিযান শুরু করেন।

সূত্রটি আরও জানিয়েছে, দুপুরে নেন্দুর-থুলথুলিতে প্রথম গোলাগুলি শুরু হয়। এরপর এসব মাওবাদী নিহত হন। আরও কিছু মাওবাদী জঙ্গলের ভেতর ঢুকে গেছেন। তাদের হত্যা করতে এখন সতর্কতা বজায় রেখে অভিযান চালানো হচ্ছে।

ছত্রিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় সাফল্য। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৯ মাসে দুইবার ছত্রিশগড়ে গেছেন। ওই সময় তিনি জানান এই রাজ্য থেকে সশস্ত্র গোষ্ঠীদের চিরদিনের জন্য নির্মূল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *