কাজী তৌফিক এলাহী তারেক: নারায়ণগঞ্জের বন্দরে একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে উপজেলা বিএনপির সভাপতির ব্যক্তিগত গাড়িচালক মাহবুব আলম শিশিরসহ (৪০) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার দেওয়ানবাগ ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতার মাহবুব আলম শিশির দেওয়ানবাগ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং অপরজন আবুল বাশার ওরফে বাদশা (৪০) মুরাদপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দেওয়ানবাগ এলাকায় একটি গার্মেন্টসের পেছনের দরজা দিয়ে ১০ থেকে ১২ জনের একটি মুখোশদারি ডাকাত দল অস্ত্রের মুখে ৬ নিরাপত্তা কর্মীকে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে লকার ভেঙে নগদ ১৩ লাখ ২০ টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাঁর ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
spk30u