কাজী তৌফিক এলাহী তারেক: গত ২০শে মার্চ ছাতক উপজেলার মুক্তিরগাও বাজারে এক ফল ব্যবসায়ীকে বিএনপি কর্মী দ্বারা নির্যাতনের খবর পাওয়া গেছে। স্থানীয় সূ্ত্রে জানা যায়, ঐ ফল ব্যবসায়ীর নাম মো লিয়াকত আলী। তিনি তিন যুগের ও অধিক সময় ধরে এ বাজারে বিভিন্ন মৌসূমী ফল বিক্রি করে আসছেন। গত ২০ মার্চ বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এসে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অসম্মতি প্রদানকালে তাকে বিভিন্ন হুমকি-ধামকি ও অশ্লীল ভাষায় গালি-গালাজ করা হয়। তার এক-দেড় ঘন্টা পর তার দোকানে এসে তারা আক্রমন চালায় এবং ফল ব্যবসায়ী লিয়াকতকে মেরে মারাত্মকভাবে জখম করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান বাজারের ব্যবসায়ীবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “বিএনপির এই কর্মীরা প্রতিদিন এসে তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অসম্মতি জানালে তাদেরকে নির্যাতন চালায়!
এ বিষয়ে বাজার কমিটির এক সদস্য জানান ” আমরা এ বিষয়ে অবগত হয়েছি। যে সকল বিএনপি কর্মী এর সাথে যুক্ত আমরা তাদের যথাযথ ব্যবস্থা গ্রহন করব।”
ছাতক উপজেলা পুলিশ সুপারের সাথে কথা বললে তিনি জানান “আমাদের কাছে কেউ এখনো এসে অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করব
তবে ঐ এলাকার মানুষ বিএনপি কর্মীদের এমন ঘৃন্য কাজের সমালোচনা করেন এবং তারা এসব চাঁদাবাজদের বিচারের দাবি জানান।