দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসছে বার্গারকে ছাড়াই

ক্রাইম দর্পন ক্রাইম দর্পন ক্রাইম দর্পন crime crimedorpon crimedorpon.com

আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন নান্দ্রে বার্গার। কিন্তু দলের ১৩৯ রানে জেতা প্রথম ওয়ানডেতে খেলা হয়নি তাঁর। আজকের দ্বিতীয় ম্যাচের একাদশেও নেই বাঁহাতি পেসার। এখন জানা গেল আয়ারল্যান্ড সিরিজেই আর খেলা হচ্ছে না তাঁর।

পিঠের নিচের দিকের চোটের কারণে বার্গার ছিটকে গেছেন বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা দল থেকেও। বার্গারের চোট নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে বলেছে, ‘বার্গার পিঠের নিচের অংশে অস্বস্তি অনুভব করছিলেন। কয়েকবার স্ক্যান করানোর পর চোটের বিষয়ে জানা গেছে।’

আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বার্গারের বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, তা এখনো জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশে দুই টেস্টের সিরিজে বার্গারের বিকল্প সময়মতো জানানো হবে বলে জানিয়েছে তারা।

চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান টনি ডি জর্জিও। ডান হাঁটুতে চোট পেয়েছেন তিনি। এ কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ডি জর্জিও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন। এইডেন মার্করামের সঙ্গে তাঁরই ইনিংস ওপেন করার কথা। ডি জর্জি ছাড়া বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে আর কোনো ওপেনারও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *